দেশজুড়ে

নিয়ামতপুরে ফেনসিডিল ও ট্রাকসহ আটক ১

নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে এক হাজার ৪৮০ বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার ভাতরুন্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত ট্রাকের হেলপারের নাম আলমগীর হোসেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার টিকারামপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ থেকে সিমেন্টের বস্তায় করে ছাইভর্তি একটি ট্রাক ফেনসিডিল নিয়ে মুন্সিগঞ্জ জেলায় যাবে। এতে পুলিশ আগে থেকে নিয়ামতপুর উপজেলার ভাতরুন্ড এলাকায় অবস্থান করে। ট্রাকটি ভাতরুন্ড এলাকায় প্রবেশ করলে পুলিশ দেখে ড্রাইভার ট্রাকটি রেখে পালিয়ে যায়।পরে ট্রাকটিতে পুলিশ তল্লাশি চালিয়ে ছয়টি বস্তায় এক হাজার ৪৮০ বোতল ফেনসিডিল ও ট্রাকসহ হেলপারকে আটক করে।আলমগীর হোসেন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।এসএস/বিএ/আরআই