দেশজুড়ে

মেহেরপুর পৌরসভা নির্বাচন ২৫ এপ্রিল

আগামী ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশক্রমে মঙ্গলবার পুনঃতফসিল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার। আগের ঘোষিত তফসিলের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত বছরের ৬ অক্টোবর তফসিল স্থগিত করেছিল নির্বাচন কমিশন। সীমান্ত সংক্রান্ত জটিলতার মামলায় উচ্চ আদালতের নির্দেশে এ নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন।পুনঃতফসিল অনুযায়ী ২৭ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যাচাই-বাছাই ২৯ মার্চ ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫ এপ্রিল। ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং আগামী ২৫ এপ্রিল ভোটগ্রহণ।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘ এক যুগ পর গত বছরের ৩১ অক্টোবর মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বিকেল ৫টা পর্যন্ত মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর ও ওয়ার্ড সদস্য পদের প্রার্থীরা স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেন। এর দুই ঘণ্টা পর উচ্চাদালতের নিষেধাজ্ঞায় তফসিল স্থগিত করা হয়।মেহেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের মধ্যে পার্শ্ববর্তী আমদহ ইউনিয়নের কিছু ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে মর্মে আদালতের একটি মামলা দায়ের হয়েছিল। এর পেছনে বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতুকে দায়ী করেন মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা। নির্বাচনের বেড়াজাল তৈরী করে তিনি দীর্ঘদিন ধরেই ক্ষমতায় রয়েছেন অভিযোগ তুলে শহরে কয়েক দফা বিক্ষোভ-মিছিল করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে ওঠে মেহেরপুর পৌর এলাকা।সম্প্রতি নির্বাচন কমিশনের নির্দেশে মেহেরপুর পৌরসভার ৯নং ওয়ার্র্ডের বিতর্কিত সেই ভোটারদের আমদহ ইউনিয়নের মধ্যে ফিরিয়ে দিয়েছে জেলা নির্বাচন অফিস। এর প্রেক্ষিতে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। তবে আমদহ ইউনিয়নের নির্বাচনের পুনঃতফসিল এখনো ঘোষণা হয়নি।এদিকে পুনঃতফসিল ঘোষণা করায় মেহেরপুর পৌরসভার সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন পরে ভোটাধিকার প্রয়োগের পথ সৃষ্টি হওয়ায় আনন্দের বন্যা বইছে ভোটারদের মাঝে।আসিফ ইকবাল/আরএআর/পিআর