দেশজুড়ে

সিরাজগঞ্জে জেএমবি নেতা আটক

সিরাজগঞ্জের উল­্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির এক নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম আবুল কালাম আজাদ (৬০)। তিনি স্থানীয় একটি স্কুলের শিক্ষক।মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও উল­্লাপাড়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।আটক আবুল কালাম আজাদ বেতকান্দি গ্রামের মৃত সুজাবত আলীর ছেলে ও স্থানীয় আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান রাত ১১টার দিকে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেতকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আবুল কালাম আজাদ ২০১২ সালে জেএমবি জেলা শাখার সেক্রেটারির দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে জেএমবি সংশ্লিষ্টতা ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।ইউসুফ দেওয়ান রাজু/বিএ