দেশজুড়ে

কালীগঞ্জে দুই দলের সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জের মনোহরপুর কবরস্থানের পাশে আধিপত্ত বিস্তার নিয়ে দু`দল গ্রামবাসীর সংঘর্ষে বিপুল মন্ডল (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনোহরপুর গ্রামের ফজলু মন্ডলের ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জেলার কালীগঞ্জ উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য পুকুরিয়া গ্রামের লিটন এবং মনোহরপুর গ্রামের পরাজিত ইউপি সদস্য বজলু মন্ডলের মধ্যে গেল ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ও আধিপত্ত বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

এরই জের ধরে রাতে মনোহরপুর কবর স্থানের পাশে এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে বজলু মন্ডলের সমর্থক বিপুল মন্ডলকে কুপিয়ে হত্যা করা হয়। এ সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়।

ওসি আরো জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি