আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উক্তিরপাড় গ্রামের হযরত আলী ও একই গ্রামের ইউপি সদস্য খেলন মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত গুলিবিদ্ধ ৭ জনকে জেলা সদর হাসপাতাল ও তিনজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এদিকে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষে কোনো গোলাগুলি হয়নি, একটি পক্ষ মিথ্যে গুজব ছড়াচ্ছে। রাজু আহমেদ রমজান/এফএ/আরআইপি