দেশজুড়ে

ভারতের সঙ্গে চুক্তি হবে প্রকাশ্যে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে ভারতে যাচ্ছেন। এ সফরে বাংলাদেশের জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে সব চুক্তি হবে প্রকাশ্যে। সব সমঝোতা স্মারক হবে প্রকাশ্যে। সবকিছু হবে খোলামেলা। কোনো গোপনীয়তা থাকবে না।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলায় দক্ষিণ অমরপুর কামরুল একরাম (শিউলি একরাম) প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর কন্যাও বঙ্গবন্ধুরই মতো। মাথা নোয়াবার লোক নন। যতই ষড়যন্ত্র হোক বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে শেখ হাসিনা কারও কাছে মাথা নথ করবেন না। গঙ্গা চুক্তির মতো তিস্তা চুক্তিও হবে। যার অনেকটাই অগ্রগতি শেষ পর্যায়ে।সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে। জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী থেকে বেগমগঞ্জ ও সুবর্ণচরের জন্য ৩২৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। অনতিবিলম্বে সেনাবাহিনী এ কাজ শুরু করবে। গ্রেটার নোয়াখালীতে ৬০০ কোটি টাকার কাজ আগামী নভেম্বরের পর শুরু হবে। আলহাজ বেলায়েত হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নোয়াখালী সদর আসনের এমপি একরামুল করিম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন্নাহার শিউলী, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ। এ সময় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ড. মাহে আলম, জেলা পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী  স্থানীয় চাপরাশিরহাটে ৭০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ইসমাইল ডিগ্রি কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।পরে মন্ত্রী কবিরহাট বাজারে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন এবং বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নবনির্মিত ছাত্রাবাস, মাল্টিপারপাস হল, শহীদ মিনারসহ বেশ কিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।মিজানুর রহমান/আরএআর/পিআর