দেশজুড়ে

বগুড়ায় ভুয়া মেজর গ্রেফতার

বগুড়া শহরের একটি চার তারকা হোটেল থেকে মেজর পরিচয় দেয়া এক ভুয়া মেজরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের হোটেল নাজ গার্ডেন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহমুদুল হাসান (৩০) চট্টগ্রামের সীতাকুণ্ডু থানার সামনীপাড়া এলাকার মৃত এজাবত উল্লাহের ছেলে। তার কাছ থেকে সেনাবাহিনীর একটি ভুয়া পরিচয়পত্র এবং তিনটি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে পুলিশ।হোটেল সূত্রে জানা যায়, বুধবার মাহমুদুল হাসান নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে হোটেল নাজ গার্ডেনের চতুর্থ তলায় একটি কক্ষ ভাড়া নেয়। সন্ধ্যার দিকে অজ্ঞাত এক যুবতি হোটেলে আসেন এবং মেজর পরিচয়দানকারী যুবকের কক্ষে দুই ঘণ্টা সময় অতিবাহিত করে চলে যান। এরপর হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে বিষয়টি সেনা গোয়েন্দা সংস্থা ও থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ও সেনা গোয়েন্দা সংস্থার লোকজন সেখানে গিয়ে মেজর পরিচয়দানকারী যুবককে জিজ্ঞাসাবাদ করে। এ সময় পুলিশ নিশ্চিত হয় তিনি ঢাকায় যমুনা ফিউচার পার্কে চাকরি করেন। মেজরের ভুয়া পরিচয় দিয়ে কোনো অসৎ উদ্দেশ্যে বগুড়ায় হোটেলে অবস্থান করছিলেন। গ্রেফতার মাহমুদুল হাসান বর্তমানে সদর থানা হেফাজতে রয়েছেন।লিমন বাসার/এএম/জেআইএম