জাতীয়

বিজিবির কার্যক্রম নাশকতাকারীদের বিরুদ্ধে : মহাপরিচালক

আন্দোলনের নামে দীর্ঘদিন ধরে দেশব্যাপী চালানো নাশকতামূলক কর্মকাণ্ড এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ। বুধবার দুপুরে সিরাজগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।তিনি বলেন, এতদিন যারা এসব কর্মকাণ্ডে জড়িত ছিল তারা সন্ত্রাসী। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। আর এ জন্য সারাদেশে যৌথ অভিযান অব্যাহত থাকবে। বিজিবি মহাপরিচালক আরও বলেন, সবাইকে মনে রাখতে হবে, বিজিবির কর্মকাণ্ড নাশকতাকারী, সন্ত্রাসী ও ক্যাডারদের বিরুদ্ধে, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়।তিনি বলেন, বিজিবি বেসমারিক প্রশাসনের চাহিদা অনুযায়ী এসেছে। প্রশাসন যতদিন চাইবে, বিজিবি ততদিন এ কাজে তাদের সহযোগিতা করবে। সীমান্তে মাদক পাচার প্রসঙ্গে বিজিবির মহাপরিচালক বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী অনেক এলাকায় এখনো কাটাতারের বেড়া ও সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। যে কারণে অনেক সময় মাদক পাচাররোধ করা সম্ভব হয় না। তারপরও বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।মতবিনিময়কালে জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এসএম এমরান হোসেন, র্যাব-১২ পরিচালক ডিআইজি আব্দুল্লাহ আল মাহমুদ, বিজিবি রংপুর ডিভিশনের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ফেরদাউসুল সাহাব ও ১৪ বিজিবির উপ-পরিচালক মেজর ইকবাল আখতারসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিএ/আরআই