সাভারের আশুলিয়ায় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) একটি পোষাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ডিইপিজেড এলাকার পুরনো জোনের লেনী ফ্যাশনে এ ঘটনা ঘটে।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলেও তাদেরকে ডিইপিজেডের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ঘটনার পর থেকে আগুনের লেলিহান শিখা ও ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো ডিইপিজেড এলাকা। আতঙ্কে ডিইপিজেডের সকল কারখানায় উৎপাদন বন্ধ করে দিয়ে শ্রমিকদের ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। এমএএস