খেলাধুলা

বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন ডোনাল্ড

বিশ্বকাপ শেষে দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যালান ডোনাল্ড। মঙ্গলবার ক্রিকেট সাউথ আফ্রিকার এক বিবৃতিতে বলা হয় ডোনাল্ড জানিয়েছেন, এখনই সরে যাওয়ার জন্য তার সঠিক সময় বলে মনে হয়েছে।২০১১ সালের জুনে দায়িত্ব নেওয়ার পর চার বছর নিজের পূর্বসূরিদের সঙ্গে কাজ করেন ডোনাল্ড। তার পরিবর্তে যথাসময়েই নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়।বাংলাদেশে আগামী জুলাইয়ে সফরের আগে দক্ষিণ আফ্রিকা দলের কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই। ফলে বাংলাদেশ সফরেই দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে দেখা যাবে নতুন বোলিং কোচকে। উল্লেখ্য, চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং কোচের দায়িত্ব পালন করছেন ডোনাল্ড।এমআর/আরআইপি