দেশজুড়ে

পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে বগুড়া মহিলা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার দুপুর থেকে প্রায় ঘণ্টাব্যাপী শহরের মালতিনগরের করতোয়া নদী এসপির ঘাট সেতু এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। বগুড়া মহিলা কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন জানান, পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা কক্ষসহ কলেজের সব শ্রেণি কক্ষে তালা লাগিয়ে বন্ধ করে দিয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানালেও কোনো কাজ হয়নি। পরে কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুরুন্নাহার ও মানবিক বিভাগের আল্পনাসহ একাধিক শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে এই কলেজের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী শহরের নারুলীর বগুড়া কলেজ কেন্দ্রে এইচএসসির পরীক্ষা দিয়ে আসছিল। কিন্তু হঠাৎ করেই সেই কেন্দ্র পরিবর্তন করে সরকারি শাহ সুলতান কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে বলা হয়েছে। হঠকারী এমন সিদ্ধান্ত আমরা মানবো না বলেও জানান তারা।তারা আরও জানান, সরকারি শাহ সুলতান কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে মেয়েদের অনেক ভোগান্তি পোহাতে হবে। তাছাড়া দূরও হবে অনেক। শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা।এআরএ/আরআইপি