দেশজুড়ে

ক্রিকেট ব্যাটের আঘাতে কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে ক্রিকেট খেলার সময় বন্ধুর ব্যাটের আঘাতে কিশোর বিল্লালের (১৪) মৃত্যু হয়েছে। বিল্লাল কলাতুলি গ্রামের খোকন মিয়ার ছেলে। বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টার দিকে করিমগঞ্জ পৌরসভার খুদিরজঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে খুদিরজঙ্গল এলাকার এক মাঠে শিশুরা ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে দুই শিশু ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে তার সহপাঠি খুদিরজঙ্গল গ্রামের খেলু মিয়ার ছেলে দীন মোহাম্মদ (১৪) বিল্লালের মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে করিমগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। নূর মোহাম্মদ/এআরএ/আরআইপি