সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। সেজন্য দেশনেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।তিনি বলেন, বর্তমান সরকার দেশের মানুষকে শিক্ষিত করতে ব্যাপক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া, বিনা বেতনে অধ্যয়ন, লাখ লাখ টাকা ব্যয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি, শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি বিভিন্ন খাতে বরাদ্দ দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, জাতিকে শিক্ষিত করতে হলে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা দিয়ে স্কুলমুখী করতে হবে। সরকারের এ পদক্ষেপের কারণে দিন দিন ঝরে পড়ার সংখ্যা কমে যাচ্ছে। এ ব্যাপারে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নেয়ার এবং জাতিকে শিক্ষিত করার জন্য কাজ করার আহ্বান জানান তিনি।ঠাকুরগাঁও প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা এমপি সেলিনা জাহান লিটা, যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মহাসচিব মুনছুর আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএম শাহজাহান সিদ্দিক প্রমুখ।মো: রবিউল এহসান রিপন/এএম/আরআইপি