দেশজুড়ে

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু

চিকিৎসকের অবহেলায় সালমা বেগম (৪০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে পটুয়াখালীর কলাপাড়া হাসপাতাল চত্বরে রোগীর স্বজন ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এসময় তারা বিক্ষোভ করে। পরে পুলিশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জানা গেছে, অবহাওয়াজনিত শ্বাসকষ্ট এবং পেটে ব্যথা নিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের রহমতপুর গ্রামের রুহুল আমিন হাওলাদারের স্ত্রী সালমা বেগম চিকিৎসক জেএইচ খান লেলিনের তত্ত্বাবধানে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়। সালমা বেগমের ছেলে সোহেল অভিযোগ করে বলেন, ভর্তি হওয়ার পর থেকে চিকিৎসক লেলিন রোগীর কোনো খোঁজ খবর নেয়নি। অবস্থার অবনতি ঘটলে রাত সাড়ে ৮টায় সংশ্লিষ্ট চিকিৎসকে তার প্রাইভেট চেম্বার থেকে ডেকে আনতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। অবস্থার অবনতি ঘটলে রাত সাড়ে ১২টায় পুনরায় তাকে বাসা থেকে ডেকে আনতে গেলেও তিনি আসেননি। একটি ইনজেকশন দেয়ার পর সকাল সাড়ে ৮টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।এ ব্যাপারে ডা. জেএইচ খান লেলিন অভিযোগ অস্বীকার করে বলেন, পরীক্ষা-নীরিক্ষা করে দেখা যায় সালমা বেগমের উন্নত চিকিৎসার প্রয়োজন। তাই তাকে বরিশালে পাঠানোর পরামর্শ দেয়া হয়। কোনো ভুল বা কর্তব্য অবহেলা করা হয়নি। মহিব্বুল্লাহ্ চৌধুরী/এআরএ/পিআর