চাঁদপুরের মতলব দক্ষিণে পোশাক শ্রমিককে ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মতলব দক্ষিণের পদ্মপাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।মতলব দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কুতুব উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার রুবেলকে শনিবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। উল্লেখ্য, ১৪ মার্চ ঢাকার একটি পোশাক কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে মতলব দক্ষিণের পদ্মপাল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রুবেল, ধনারপাড় এলাকার বাসর আলীর ছেলে সুমন ও একই এলাকার সেন্টু মিয়ার ছেলে ওমর সানি ওই পোশাক শ্রমিককে জোর করে পার্শ্ববর্তী একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় ধর্ষিতা বাদী হয়ে একটি মামলা করেন। ইকরাম চৌধুরী/আরএআর/এমএস