নোয়াখালীর বেগমগঞ্জের মিরওয়ারিশপুর ইউনিয়নের খেজুরতলায় টিকাদান কেন্দ্র ও বাবলু মেমোরিয়াল নামে দাতব্য চিকিৎসালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে ক্লিনিক প্রাঙ্গণে এক সুধি-সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাবলু মেমোরিয়াল দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা আবুল হাসেম পাটোয়ারির সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালীর সেনবাগ উপজেলা মেডিকেল কর্মকর্তা ও লাইফ কেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবু তাহের।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরওয়ারিশপুর ইউপি চেয়ারম্যান কাজী মোস্তাফিজুর রহমান, ফরিদ গ্রুপের পরিচালক দেলোয়ার হোসেন মানিক, ইউসুফ জামিল লিটন, সোনাইমুড়ি উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার রোজী, ব্যাংক কর্মকর্তা আবদুল হক পাটোয়ারি, শিক্ষক ওমর ফারুক, ইউপি স্বাস্থ্য পরিদর্শক নজির উদ্দিন, ইউপি সদস্য নুরুজ্জামান চৌধুরী প্রমুখ।এসএস/এমএএস/আরআই