দেশজুড়ে

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জে ডাকাতির মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. শুক্কুর আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার চৌধুরী হাট গুচ্ছ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মো. শুক্কুর আলী উপজেলার আরাজী গোবিন্দপুর আদর্শ গ্রামের মৃত নেনো মোহাম্মদের ছেলে।মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালে কাহারোল থানার একটি ডাকাতি মামলায় মো. শুক্কুর আলীকে ৬ বছরের কারাদণ্ড দেন আদালত। রায়ের পর থেকে তিনি পলাতক রয়েছেন। বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মোহছেউল গণি বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এমদাদুল হক মিলন/এএম/আরআইপি