কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সংলগ্ন কোমলপুরে হাজী মার্কেটের একটি রাবার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার বিকেল পৌনে ৫টা দিকে আগুনের সূত্রপাত হলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ভৈরব ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। অন্যদিকে, এ ঘটনায় জেলার কুলিয়ার চর ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দিলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।তাৎক্ষণিকভাবে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বললে জানা যায়, কোমলপুরে হাজী মার্কেট হাজী রাবার কারখানা থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে সেটি তারা জানাতে পারেন নি। একই সঙ্গে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির ব্যাপারেও কেউ কিছু জানাতে পারেন নি।আগুন নেভানোর কাজে সবাই নিয়োজিত থাকায় ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি।ফারুক/এমএএস/আরআইপি