দেশজুড়ে

মাদকবিরোধী সমাবেশের পরই আত্মসমর্পণ দুই মাদক ব্যবসায়ীর

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের আয়োজনে মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশের কিছুক্ষণ পর আত্মসমর্পণ করেছে দুই মাদক ব্যবসায়ী। শনিবার বিকেলে তারা থানায় এসে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও একই গ্রামের মৃত. খোরশেদ আলীর ছেলে জুলফিকার আলী।এই দুই মাদক ব্যবসায়ী জাগো নিউজকে বলেন, আমরা এতদিন অন্ধকার পথে ছিলাম। পুলিশ প্রশাসন আমাদের সুযোগ দিয়েছেন স্বাভাবিক জীবনে ফেরার। আর অন্ধকার পথে থাকতে চাই না। সকলের দোয়া নিয়ে ভালো মানুষের মতো বাঁচতে চাই। এ সময় পুলিশের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়।এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় কলারোয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশ। সমাবেশে মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আহ্বান জানান পুলিশ সুপার আলতাফ হোসেন। তিনি বলেন, মাদক ব্যাবসায়ীরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাদের সুযোগ দেয়া হবে। আর যারা এরপরও মাদক সেবন ও ব্যবসা করতে চান তাদের কঠোর হস্তে দমন করা হবে।আকরামুল ইসলাম/এএম/আরআইপি