রাজনীতি

সুষ্ঠু পরিবেশ তৈরিতে অন্তরায় খালেদা জিয়া : খাদ্যমন্ত্রী

সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অন্তরায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে ‘জনতার প্রত্যাশা’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে’ এই আলোচনা সভার আয়োজন করা হয়। কামরুল ইসলাম বলেন, কয়েকদিন আগেও তিনি (খালেদা জিয়া) মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। আজ নির্বাচনী প্রচারে মাঠে নেমেছেন। পোড়া মানুষের স্বজনরা তাকে তাড়া করবেন। আর এ কারণে তার উপস্থিতি নির্বাচনী পরিবেশ সংঘাতময় করে তুলবে।তিনি আরও বলেন, পেট্রলবোমা মেরে মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়ার বিরুদ্ধে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তাতে তিনি মাঠে নামলে অবশ্যই আইন শৃঙ্খলায় ব্যাঘাত ঘটবে। সিটি কর্পোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ষড়যন্ত্র করছে।একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া ঢাকা এবং চট্টগ্রামে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চেয়েছেন। তারা জনগণের কাছে ভোট চাওয়ার কোন নৈতিক অধিকার নেই। কারণ, তিনি এই জনগণকে গত তিনমাসের বেশি সময় ধরে পেট্রলবোমা নিক্ষেপ করে নির্বিচারে হত্যা করেছে এবং অবরুদ্ধ করে রাখার অপচেষ্টা চালিয়েছেন।সংগঠনের সভাপতি এম.এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল বাহার মজুমদার টিপু প্রমুখ।আরএস/আরআইপি