বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৮ সালের ডিসেম্বর বা ২০১৯ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। ২০১৯ সালের আগে নির্বাচন নয়। বর্তমান সরকারের অধীনে ও বর্তমান নির্বাচন কমিশন আওতায় নিবার্চন অনুষ্ঠিত হবে। এর আগে জাতীয় নির্বাচন হবে না।
রোববার বিকেল ৩টার দিকে মুন্সিগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবন সংলগ্ন প্রধান সড়কের সামনে আওয়ামী লীগ আয়োজিত ‘গণ-সংবধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ২০২১ সালে আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও ২০২০ সালে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী এই দুইটি বর্ষকে সামনে রেখে এগিয়ে চলছে বাংলাদেশ।
মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনকে ‘গণ-সংবর্ধনা’ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাস প্রমুখ।
ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/পিআর