দেশজুড়ে

পটুয়াখালীতে আগুনে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

পটুয়াখালী শহরের ২নং বাধঘাট এলাকায় অগ্নিকাণ্ডে সাত ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর নিজাম জানান, সম্পূর্ণ জায়গায় একযোগে আগুন লেগে মুহূর্তেই দোকানগুলো ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ব্যবসায়ীদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভস্মীভূত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে  মো. ইছমাইল শরিফের মুদির দোকান, জাফর হাওলাদারের মাছের দোকান, মোস্তফা মৃধার মুদি দোকান, বেল্লাল বিশ্বাসের মাংসের দোকান, হাসিনা বেগমের মুদি দোকান, বেল্লাল বিশ্বাসের দোকান, বিমল বাবুর মুদি দোকান উল্লেখযোগ্য।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/পিআর