লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভারতীয় সীমান্ত লাগোয়া ভুট্টা ক্ষেত থেকে একটি ময়ূর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব বেজগ্রাম থেকে ময়ূরটি উদ্ধার করে এলাকাবাসী।
এলাকাবাসী জানান, সীমান্তের ওপার থেকে উড়ে আসা একটি বিশাল আকৃতির ময়ূর ভুট্টা ক্ষেতে উড়ে এসে পড়ে। ময়ূরটি দেখতে পায় স্থানীয় জিতেন্দ্র নাথ রায় (৩০)। এরপর আশপাশে থাকা লোকজন ময়ূরটিকে ধরে ফেলে। প্রায় আড়াই কেজি ওজনের ময়ূরটি প্রথমে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ রাখা হয়।
এরপর হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেয়া হয়। এসময় ময়ূরটিকে একনজর দেখতে হাতীবান্ধা উপজেলা কার্যালয়ে শত শত উৎসুক মানুষের ভিড় জমায়।
ওই গ্রামের তাপ চন্দ্র (৩৫) জানান, ময়ূরটি প্রতিবেশী দেশ ভারত থেকে উড়ে এসে ভুট্টা ক্ষেতে পড়ে। আমরা সকলেই ময়ূরটিকে ধরে ফেলি।
টংভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান আতি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়ূরটি হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেয়া হয়েছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ এনামুল কবির বলেন, ময়ূরটি উদ্ধারের পর তা হস্তান্তরের জন্য বন বিভাগকে খবর দেয়া হয়েছে। তারা এসে ময়ূরটি নিয়ে যাবেন বলে তিনি জানান।
রবিউল হাসান/এআরএ/পিআর