কুড়িগ্রাম শহরের জিয়াবাজার ও শুলকুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ জরিমানা করে।
কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শেখ সাদী জানান, সদর উপজেলার জিয়াবাজারে হ্যাপি আইসক্রিমকে কৃত্রিম রঙ, স্যাকারিন ও আর্টিফিশিয়াল ফ্লেবার ব্যবহার করায় ৩ হাজার টাকা ও টুবা স্টোরকে মেয়াদোত্তীর্ণ নকল ভেজাল পণ্য বিক্রির অপরাধে ২ হাজার টাকা এবং শুলকুর বাজার এলাকায় সফিকুল স্টোরকে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির অপরাধে ২ হাজার টাকা ও আমিনুল ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৩ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার মনিটরিংকালে জেলা মার্কেটিং অফিসার নাসির উদ্দিন আহমেদ ও কুড়িগ্রাম সদর থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।
নাজমুল হোসাইন/এএম/এমএস