সাতক্ষীরায় বিচারকের কক্ষ ভাঙচুরের মামলায় ১৫ আইনজীবীকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা আমলি আদালত-২ এর বিচারক হাবিবুল্লাহ মাহমুদ এ রায় দেন।
তবে বিকেল সাড়ে ৫টার দিকে জেলা দায়রা জজ আদালতের বিচারক জোয়ার্দার মো. আমিরুল ইসলাম দণ্ডপ্রাপ্তদের জামিন মঞ্জুর করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- অ্যাডভোকেট শাহ আলম, তোজাম্মেল হোসেন, আসাদুজ্জামান দিলু, আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম, অসীম কুমার, মিজানুর রহমান, আকবর হোসেন, আব্দুস সালাম, শেখ তোহা কামাল হিরা ও আনিসুর রহমান। তবে তাৎক্ষণিকভাবে বাকি ৪জনের নাম জানা যায়নি।
একই মামলায় আইনজীবী সাইফুল ইসলাম ও সায়েদকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
২০১৩ সালে নারী শিশু বিচারক ফখরুদ্দীন বাদী হয়ে বিচারকের কক্ষে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলাটি দায়ের করেন।
সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী পরিমল কুমার মণ্ডল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আকরামুল ইসলাম/আরএআর/পিআর