রাজনীতি

আব্বাসের ইশতেহার ঘোষণা করবেন হান্নান শাহ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ।আব্বাসের জনসংযোগ সমন্বয়কারীর দায়িত্বে নিয়োজিত ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাল বা পরশু (সোমবার) এই ইশতেহার ঘোষণা করা হতে পারে। তবে দলের অপর এক সূত্র জানায়, হাইকোর্ট থেকে নির্বাচনী প্রচারণার অনুমতি পেলে আব্বাস নিজেই তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। এ জন্য তিনি প্রস্তুতিও নিয়ে রেখেছেন তিনি।তবে ইশতেহার আব্বাস বা হান্নান শাহ যেই ঘোষণা করুক না কেন তাতে ১০ দফা উন্নয়ন কর্মসূচি থাকবে। নগরীর পানি সমস্যা, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্য, চিকিৎসা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বনায়ন, ওয়ার্ডভিত্তিক উন্নয়ন, জলাবদ্ধতার মতো বিষয় ইশতেহারে গুরুত্ব পাবে বলে সূত্র জানায়।এমএম/এএইচ/বিএ/আরআইপি