রেকর্ডময় ম্যাচে জয় তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে অবসান হলো দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার। এর আগে ১৯৯৯ সালের বিশ্বকাপের পর আর পাকিস্তানকে হারাতে পারেনি টাইগাররা। শুক্রবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে সেই ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ দল। ঐতিহাসিক এই জয়ের পর টাইগারদের সামনে এখন নতুন লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। সেই সাথে দীর্ঘ দিন পর তামিমের রানের ধারায় ফেরাটা স্বস্তি দিয়েছে টাইগার অধিনায়ক সাকিবকে। শুক্রবার মিরপুরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক সাকিব বলেন, আমাদের হাতে বোলিং অপশন আরও ছিলো, আমরা এখন একটি ভালো দল। সবার মধ্যেই ভালো করার বিশ্বাস তৈরি হয়েছে। আমরা শুধু এ সিরিজেই নয়, সারা বছরই এভাবে খেলে যেতে চাই।এমআর/এমএস