খেলাধুলা

হোল্ডারে হার এড়ালো ক্যারিবীয়রা

ইংল্যান্ডের দেওয়া ৪৩৮ রানের দুরূহ লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তেই চলে এসেছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত জেসন হোল্ডারের ব্যাটিং দৃঢ়তায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ড্র করলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।  ৪৩৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ব্র্যাথওয়াইটের উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ব্র্যাভোকে সঙ্গে নিয়ে শুরুর বিপর্যয় সামাল দেন স্মিথ। কিন্তু দলীয় ৯০ রানে ব্র্যাভো এবং ১১৯ রানে ব্যক্তিগত ৬৫ রান করে স্মিথ বিদায় নিলে আবারো চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।এরপর দ্রুতই স্যামুয়েলস ও চন্দরপলরা ফিরে গেল হারের শঙ্কায় পড়ে ক্যারিবীয়রা। তবে ৭ম উইকেট জুটিতে অধিনায়ক রামদিন ও জেসন হোল্ডার ১০৩ রান যোগ করলে হার থেকে বাঁচে ওয়েস্ট ইন্ডিজ।রামদিন ৫৭ রান করে ফিরলেও ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে ১০৩ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন হোল্ডার।এমআর/এমএস