বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড থেকে ৯০০ পিস ইয়াবাসহ এক বাস যাত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে বরগুনার তালতলীগামী বাস থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম হানিফ মৃধা (৩০)। তিনি পটুয়াখালী উপজেলার তেলীখালী এলাকার আব্দুল কাদের মৃধার ছেলে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে গ্রামীণ পরিবহনেরর একটি বাস যাত্রী নিয়ে তালতলীতে যাচ্ছিল। পথিমধ্যে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে থামলে পুলিশ তল্লাশি চালিয়ে হানিফ মৃধা নামে এক যাত্রীর কাছ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।এসএস/বিএ/আরআইপি