গুম হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। গুমের ভয়ে অনেক কিছুই বলতে পারছেন না বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।শনিবার গাবতলীর বড়বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তিনি সাংবাদিকদের কাছে এসব কথা জানান।তাবিখ বলেন, বিএনপির নেতা-কর্মীরা হামলা-মামলা ও গুম-খুনের শিকার হচ্ছেন, আমি নিজেও গুমের ভয়ে অনেক কিছুই বলতে পারি না। এসময় পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারীদের যৌন হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাবতলী থেকে কারমাইকেল রোড-সেকেন্ড কলোনি-গলারটেক-দারুস সালাম থানা- বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-শাহ আলী মাজার- ১ নম্বর গোলচক্কর- সনি- চিড়িয়াখানা রোড-কমার্স কলেজ- শিলবাড়ি-রূপনগর- প্রশিকা মোড়- ৬ নম্বর বাজার- মিরপুর স্টেডিয়াম- মনিপুর স্কুল-৬০ ফুট রোড- পীরের বাগ- সাউথ পাইকপাড়া- কাওসারের বাড়ি- মধ্য পাইকপাড়া- নতুনবাজার- কল্যাণপুর বাসস্ট্যান্ড এসব রুটে গণসংযোগ করেছেন তিনি।এমএম/এআরএস/আরআইপি