রাজনীতি

ভুলবশত মাহীর নাম রাখা হয়েছে : বিএনপি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটিতে মেয়র প্রার্থী মাহী বি. চৌধুরীর নাম ভুলবশত দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন।শনিবার দুপুরে তিনি জাগো নিউজকে জানিয়েছেন, মাহী বি. চৌধুরীকে নিয়ে আমাদের চিন্তা ছিল তিনি আমাদের সহযোগিতা করবেন। তিনি মেয়র প্রার্থী। ভুলবশত নির্বাচন পরিচালনা কমিটিতে তার নাম দেয়া হয়েছে। এটা আমার ব্যক্তিগত ভুল।এ ব্যাপারে মাহী বি. চৌধুরীও কড়া প্রতিক্রিয়া জানিয়ে শনিবার গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। এতে তিনি ‘বিস্মিত হয়েছেন উল্লেখ করে বিবৃতিতে মাহী বলেছেন, আমি সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি।তিনি বলেন, তাবিথ আউয়াল রাজনীতিতে অনভিজ্ঞ হতে পারেন। কিন্তু তার এমন গর্হিত কাজ করার কথা না। অপরদিকে কমিটিতে আমার নাম অন্তর্ভুক্তি ভুল হয়েছে বলে বিএনপির সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহীনও স্বীকার করেছেন।এ ব্যাপারে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এটা আগের কপি। মিন্টু সাহেব নির্বাচন করলে তিনি সহযোগিতা করবেন এ কারণে তখনকার যে তালিকা হয়েছিল সেখানে তার নাম রয়েছে।এমএম/বিএ/এমএস