ধামরাইয়ে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায় নি।ধামরাই থানা পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে মহাসড়কের বারবাড়িয়ায় একটি প্রাইভেট কার ঢাকা থেকে ছেড়ে যাওয়া সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় অপর দিক থেকে আসা ভিলেজ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পিছন থেকে সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাসটিও প্রাইভেটকারটিকে চাপা দিয়ে ভিলেজ লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের উপরে গিয়ে উঠে। এতে প্রাইভেটকারটির পুরো অংশ দুমড়ে মুচড়ে যায়। বাস দুটিরও সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়।ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক শিশু ও এক নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর হতাহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায় এলাকাবাসী। এদের মধ্যে মানিকগঞ্জ সদর হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশের কাছে খবর এসেছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।এদিকে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো মহাসড়কে আঁচড়ে পড়ায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।এসএস/এমএএস/আরআই