মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) চার শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন। ২০১৩ ও ২০১৪ সালে নিজ নিজ বিভাগে প্রথম স্থান অধিকারসহ স্নাতক পর্যায়ে অনুষদভিত্তিক সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় তাদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেয়া হয়।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল অডিটোরিয়ামে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের হাতে পদক ও সনদ তুলে দেন।
স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ২০০৬-০৭ শিক্ষাবর্ষের লাইফ সায়েন্স অনুষদের অন্তর্ভুক্ত ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের মো. জাহাঙ্গীর আলম, ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্ভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের এ কে এম আয়াতুল্লাহ হোসেন আসিফ, ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্ভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রেজাউল করিম রাজু ও একই শিক্ষাবর্ষের লাইফ সায়েন্স অনুষদের অন্তর্ভুক্ত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহমুদা আক্তার মলি।
মো. জাহাঙ্গীর আলম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগে, এ কে এম আয়াতুল্লাহ হোসেন আসিফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে এবং মাহমুদা আক্তার মলি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত।
এছাড়া মো. রেজাউল করিম রাজু ইম্প্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল ইন্ড্রাস্টিজ লিমিটেডে এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ কে এম আয়াতুল্লাহ হোসেন আসিফ জানান, এ সাফল্যে বাবা-মা, ভাইবোন আর শিক্ষকদের অবদান ব্যাপক। এ কৃতিত্ব তাদের জন্যই সম্ভব হয়েছে।
মো. জাহাঙ্গীর আলম বলেন, মেধার মূল্যায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মেধার মূল্যায়ন শিক্ষার্থীদের উৎসাহ জোগাবে। এ অর্জন আমাদের সবার। অর্জিত জ্ঞান দেশ ও দশের উন্নয়নে কাজে লাগানোতেই সার্থকতা বলে মনে করেন জাহাঙ্গীর।
মো. রেজাউল করিম রাজু বলেন, প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। তিনি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ অর্জন আরো বেশি দায়িত্বশীল করে তুলবে বলেও জানান রাজু।
আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস