বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ৫ম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস-এ ঢাকা বিশ্ববিদ্যালয় দলের কাছে ১০০ রানের বিশাল ব্যবধানে হেরেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল।
বুধবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ অনুষ্ঠিত হয়।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। জবাবে ১৯.৩ ওভার খেলে সবগুলো উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করতে সমর্থ হয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল।
ক্রিকেট ইভেন্টের সার্বিক তত্ত্বাবধান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এবং বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
বাকি খেলাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও শের-ই- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। ইভেন্টে মোট ২৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। প্রথম পর্যায়ে লীগ পর্বের খেলা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস