দেশজুড়ে

কল্পনা চাকমার অপহরণ মামলার পরবর্তী শুনানি ২ মে

হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার অপহরণ মামলার পরবর্তী শুনানি ২ মে। বুধবার পুলিশ সুপারের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বাদীর করা নারাজি আবেদনের ওপর শুনানি শেষে এ পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

দুপুরে রাঙামাটির বিচারিক আদালতে বাদীর নারাজি আবেদনের ওপর বাদীপক্ষের বক্তব্য শোনেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী। প্রায় ঘণ্টাব্যাপী শুনানিতে বাদীপক্ষের পাশাপাশি পুলিশের বক্তব্যও শুনেছেন আদালত।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন রাতে রাঙামাটির বাঘাইছড়ি নিউলাল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হন কল্পনা চাকমা। ঘটনার পরদিন ১৩ জুন বাদী হয়ে বাঘাইছড়ি থানায় মামলা করেন কল্পনার বড়ভাই কালিন্দী কুমার চাকমা।

মামলার ৩৯তম তদন্তকারী কর্মকর্তা রাঙামাটি সুপার সাঈদ তারিকুল হাসান গত বছর ৭ সেপ্টেম্বর সর্বশেষ তার চূড়ান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন। প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে অধিকতর তদন্তের দাবি জানান বাদী।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জুয়েল দেওয়ান বলেন, আমরা মামলাটির অধিকতর তদন্তের দাবি করেছি। আদালত আমাদের বক্তব্য শুনেছেন।

শুনানিতে বাদী কালিন্দী কুমার চাকমা, চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, রাণী য়েন য়েন রায়, আইন সহায়তাকারী সংস্থা ব্লাস্টের আইনজীবী বরকত আলী, রেজাউল করিম চৌধুরীসহ ঢাকার মানবধাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

সুশীল প্রসাদ চাকমা/এএম/জেআইএম