ক্যাম্পাস

১৬ ঘণ্টা পর ছাড়া পেলেন ভিসিসহ ১৫০ শিক্ষক-কর্মকর্তা

১৬ ঘণ্টা পরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলরসহ ১৫০ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা মুক্ত হয়েছেন।

বুধবার ভোর রাত ৪টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পবিপ্রবির প্রশাসনিক ভাবনের তালা খুলে দেয়ার পরে তারা নিজ নিজ গন্তব্যে গমন করেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৭ম সেমিস্টারের শিক্ষার্থীরা প্রবেশন (একাধিক বিষয়ে ফেলের মাধ্যমে সৃষ্ট) বাতিলের দাবিতে ক্লাস বন্ধ করে আন্দোলন শুরু করে।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকসহ সবকটি প্রবেশপথে তালা লাগিয়ে বন্ধ করে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থানরত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা।

ফলে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। পরে শিক্ষার্থীদের দাবি মানায় ১৬ ঘণ্টা পরে বুধবার ভোর রাত ৪টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পবিপ্রবির প্রশাসনিক ভাবনের তালা খুলে দেয়ার পরে তারা নিজ নিজ গন্তব্যে গমন করেন।

আন্দোলন চলাকালে শিক্ষক  মাহাবুব মোর্শেদ খান প্রশাসনিক ভবন থেকে বাহির হলে তাকে নিয়ে শিক্ষার্থীরা টানাহেঁচড়া শুরু করে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ সময় শিক্ষক মাহাবুবকে শিক্ষার্থীদের হাত থেকে রক্ষার জন্য ভাষা ও যোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাশেদ মল্লিক ছুটে আসেন। পরে তাদের দুইজনকেও শিক্ষার্থীরা লাঞ্ছিত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ভাইস চ্যান্সেলর ড. মো. হারুন অর রশিদ ও রেজিস্ট্রার স্বদেশ চন্দ্র সামন্ত এবং বিভিন্ন অনুসদের ডিনরা শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে আলোচনায় বসেন। সেখানে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হয়।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/জেআইএম