অবশেষে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ বগুড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী রফিক রহমানকে (২৫) গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকেলে র্যাব-১২ এর একটি দল শহরের নামাজগড় এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার ৩০০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে। পরে তাকে সদর পুলিশের কাছে সোপর্দ করা হয়।
অভিযানে ৪টি সিসি ক্যামেরা, ১টি মনিটর এবং মাদক বিক্রির নগদ ৭৯ হাজার টাকা জব্দ করা হয়েছে। রফিক রহমান নামাগড় এলাকার বাবলু মন্ডলের ছেলে।
এলাকাবাসীর অভিযোগ, রফিক দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে সিসি ক্যামেরা লাগিয়ে প্রকাশ্যেই দাপটের সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসলেও বগুড়া সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
অভিযোগ রয়েছে, সদর থানার পুলিশের অসাধু কর্মকর্তাদের সঙ্গে গোপন সম্পর্কের কারণেই এতোদিন নির্বিঘ্নে মাদক ব্যবসা করে আসছে রফিক।
র্যাব ১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি বগুড়ার ক্যাম্প কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান জানান, শহরের নামাজগড় কবরস্থান সংলগ্ন ট্রাক ট্রার্মিনালের উত্তর দিকে রফিক রহমানের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১ হাজার ৩০০ বোতল ফেনসিডিল, ৪টি সিটি টিভি ক্যামেরা, ১টি মনিটর ও মাদক বিক্রির নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মাদক বিক্রেতা রফিক রহমান দোতলা বাসভবনের নিচতলার আন্ডার গ্রাউন্ডে অভিনব কায়দায় ফেনসিডিলগুলো রেখেছিল। তার ওই বাড়ি সার্বক্ষণিক সিসি টিভি ক্যামরা দ্বারা পর্যবেক্ষণ করা হতো। আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে বলেও জানায় র্যাব।
লিমন বাসার/এএম/এমএস