দেশজুড়ে

একই রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামে একই রশিতে ফাঁস দেয়া অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, রবিউল ইসলাম (৩৫) ও তার স্ত্রী খাদিজা বেগম (৩০)।

মহম্মদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন জাগো নিউজকে জানান, বিনোদপুর ইউনিয়ন পরিষদ সদস্য কানুটিয়া গ্রামের হাবিবুর মেম্বারের ছেলে রবিউল ইসলামের সঙ্গে প্রায় ৫ বছর আগে মাগুরা সদর উপজেলার কলমধরী গ্রামের সুরমান মোল্লার মেয়ে খাদিজার বিয়ে হয়। তাদের আড়াই বছর বয়সের একটি মেয়ে রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাদের ডাকাডাকি করে। কিন্তু তাতেও কোনো সাড়া না পাওয়ায় জানালা ভেঙে ঘরে প্রবেশ করে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দম্পতির মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জাগো নিউজকে জানান, বিষয়টি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরাফাত হোসেন/এফএ/পিআর