দেশজুড়ে

আ.লীগ সভাপতির গাড়ি ভাঙচুর : প্রধান শিক্ষক গ্রেফতার

বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির গাড়িচালক নজরুল ইসলামের দায়ের করা মামলায় বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত মঙ্গলবার দুপুরে ছাত্রদের উস্কে দিয়ে গাড়ি ভাঙচুর করানোর অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হয়।

পুলিশ জানায়, ঘটনার পর স্কুল থেকে পেছনের গেট দিয়ে প্রধান শিক্ষক রমজান আলী পালিয়ে যান। এরপর বুধবার রাতে তাকে সদর থানা পুলিশ গ্রেফতার করে।

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করা হয়।

জানা গেছে, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিনের নাতিকে স্কুল থেকে আনার জন্য তার ব্যক্তিগত গাড়িচালক নজরুল ইসলাম মঙ্গলবার জিলা স্কুলে প্রবেশ করেন।

স্কুলের মাঠে গাড়ি প্রবেশ করানোর কারণে প্রধান শিক্ষক রমজান আলী ছাত্রদের গাড়ি ভাঙচুর করার জন্য উস্কে দেন। প্রধান শিক্ষকের নির্দেশনা পেয়ে ছাত্ররা ক্রিকেট খেলার ব্যাট দিয়ে প্রধান শিক্ষকের সামনেই গাড়ি ভাঙচুর করে।

পরে এই খবর জানাজানি হলে ছাত্রলীগের নেতাকর্মীরা স্কুলের সামনে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্কুল গেটে পুলিশ মোতায়েন করা হয়।

ঘটনার পর গাড়িচালক নজরুল ইসলাম বাদী হয়ে ছাত্রদেরকে উস্কে দেয়া এবং নিজে উপস্থিতি থেকে গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে প্রধান শিক্ষক রমজান আলীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন।

এদিকে, ঘটনার পর গত দুদিন ধরে স্কুলের সামনে সাতমাথা এলাকায় বগুড়া শহর আওয়ামী লীগ প্রতিবাদ সভা, ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।

ঘটনার পর মঙ্গলবার রাতে ক্ষমতাসীন দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের সুত্রাপুর এলাকায় রমজান আলীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, দ্রুত বিচার আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়। বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল আলম তাকে শর্তসাপেক্ষে জামিন প্রদান করেন।

এ ব্যাপারে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

লিমন বাসার/এএম/আরআইপি