মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতনি হওয়া মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পাওয়ার একমাত্র যোগ্যতা নয়, তাদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীও হতে হবে। শনিবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন, মুক্তিযুদ্ধের মূলচেতনা ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এক বৈষম্যহীন অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন। এজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ সংগ্রাম করে গেছেন। আজ বঙ্গবন্ধু নেই, কিন্তু তার সুযোগ্য কন্যার নেতৃত্বে আমরা বৈষম্যহীন অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছি। অর্থনৈতিক মুক্তি অর্জনে আমরা সঠিক পথে রয়েছি।মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা একাত্তরে ছিল, এখনো আছে। তিনি সবাইকে স্বাধীনতা বিরোধীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, আলমডাঙ্গা বধ্যভূমি এবং ঝিনাইদহ ও মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন।আরএস/আরআই