রাজনীতি

প্রচারণা শেষে ফিরোজাতে খালেদা

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালিয়ে অবশেষে গুলশানের বাসভবন ফিরোজাতে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।শনিবার রাত ৯টা ৫ মিনিটে তিনি তার বাসায় পৌঁছান। বিকেল ৪টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে বের হয়ে পৌনে ৫টা থেকে প্রচারণা শুরু করেন তিনি।গুলশান ১ নম্বর থেকে তার এই প্রচারণা শুরু হয়ে মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, গুলশান-২, বনানী বাজার, মহাখালী, তেজগাঁও, হাতিরঝিল এলাকা ঘুরে তিনি তার বাসভবনে ফিরে যান।উল্লেখ্য, সিটি নির্বাচেন উত্তরে তাবিথ আউয়ালকে সমর্থন দিয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে।এমএম/বিএ/আরআই