জাতীয়

আইপিইউ সম্মেলন সফল করতে প্রস্তুতি চলছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে। সম্মেলনের ইভেন্ট ম্যানেজমেন্ট কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করার সময় এ কথা বলেন তিনি।

এ সময় ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কলাকুশলীরা কাজের অগ্রগতি সম্পর্কে ডেপুটি স্পিকারকে অবহিত করেন। পরিদর্শনকালে ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব, সার্বিক সহযোগিতা এবং দিকনির্দেশনায় বাংলাদেশ জাতীয় সংসদ এই প্রথমবারের মতো এত বড় একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। সম্মেলনকে সফল করে তুলতে ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কলাকুশলীর নিরলসভাবে কাজ করার নির্দেশ দেন ডেপুটি স্পিকার।

এবারের ১৩৬তম সম্মেলন বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আব্দুর রব হাওলাদারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/ওআর/জেআইএম