খেলাধুলা

আসছেন উমর গুল

বাংলাদেশ সিরিজ খেলতে আসছেন পাকিস্তানের পেসার উমর গুল। তবে আজকের ম্যাচে না থাকলেও ধারণা করা হচ্ছে সিরিজের তৃতীয় ম্যাচে খেলবেন উমর গুল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে। টুইটে বলা হয়, ছোট্ট একটি টুইটথ হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এহসান আদিল সিরিজ থেকে বাদ পড়ার কারণে তার পরিবর্তে আসছেন উমর গুল। এর আগে ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে পড়েন বিশ্বকাপ স্কোয়াডে থাকা সোয়েব মাকসুদ ও সোহেল খান। তারপর ঢাকায় এসে তালু ফেটে গেলে দেশে ফিরে যান লেগস্পিনার ইয়াসির শাহ। তবে উমর গুল এলে পাকিস্তানি বোলিং অ্যাটাক যে আরও সমৃদ্ধ হবে তা বলা যেতেই পারে। অতীতে উমর গুল বাংলাদেশের বিপক্ষে দারুণ বোলিং করেছেন। এদিকে, সিরিজ থেকে বাদ পড়ায় শনিবার রাতেই পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন আদিল। একই সঙ্গে এ রাতেই পাকিস্তান থেকে ঢাকায় আসার কথা গুলের। এএইচ/এমএস