দেশজুড়ে

সুন্দরবনে দুই জেলে অপহরণ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বৈকারীর খাল এলাকা থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু রবিউল বাহিনী। শুক্রবার ভোরে এদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ভেটখালী গ্রামের তারা মন্ডলের ছেলে ফনি মন্ডল ও মুন্সিগঞ্জ ইউনিয়নের মৃত আব্দুল সরদারের ছেলে কালাম সরদার।

ফিরে আসা জেলে পার্শেখালী গ্রামের মোনতাজ মোল্লার ছেলে করিম মোল্লা জানান, এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে দস্যু রবিউল বাহিনীর সদস্যরা এদের অপহরণ করেছে।

অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, এখনও বিষয়টি কেউ জানায়নি।

আকরামুল ইসলাম/এফএ/এমএস