রাজনীতি

আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছি : তাবিথ

আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছেন বলে দাবি করেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। রোববার সকাল সোয়া ১০টায় রাজধানীর আগারগাঁও এলাকায় জনসংযোগ শুরু করার পর সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি।তাবিথ বলেন, প্রচারণায় সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। এদিকে দুপুর পর্যন্ত আগারগাঁওয়ের তালতলা থেকে কাজীপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাবেন বলে জানা গেছে।এমএম/এএইচ/এমএস