দেশজুড়ে

গাইবান্ধায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ : নিহত ১

বৈশাখী মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দু’গ্রামবাসীর মধ্যে সংর্ঘষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। নিহতের নাম আবু তালেব (৪৫)। তিনি ইদিলপুর ইউনিয়নের চকনদি গ্রামের পচা মিয়ার ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রাঘববেন্দ্র আশ্রায়ন প্রকল্পে শুক্রবার একদিনের মেলা বসে। স্থানীয় ইউপি সদস্য নূর মোহাম্মাদসহ এলাকার লোকজন মেলার আয়োজন করে। এতে রাঘবেন্দ্রপুর গ্রামের কিশোররা খেলায় টাকা খোয়ায়। আর ওই ঘটনাকে কেন্দ্র করে রাঘবেন্দ্রপুর ও তিলকপাড়ার দু’গ্রামবাসীর মাঝে মেলায় আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে সংঘর্ষ হয়। এতে শিশুসহ ৮ জন আহত হয়। ওই সংঘর্ষের জের ধরে রোববার সকালে দু’গ্রামবাসী পুনরায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবু তালেব নিহত ও ১২জন আহত হন।খবর পেয়ে ধাপেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিলো।ধাপেরহাট তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।এসএস/এমএএস/আরআই