ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নিচে মেঘনা নদী থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।
অশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে মেঘনা নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া নারীর মরদেহটি কয়েকদিন আগের। ধারনা করা হচ্ছে অন্য কোনো যায়গা থেকে এটি ভাসতে ভাসতে এখানে এসে পৌঁছেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরএআর/এমএস