লালমনিরহাটে ইসলামিক এইড বাংলাদেশের উদ্যোগে এবং আইএইচএইচ তুর্কির আর্থিক ও সার্বিক সহযোগিতায় পাঁচ এতিম কন্যার যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন কাম কমিউনিটি সেন্টারে স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় সংস্থার পক্ষ থেকে প্রত্যেক দম্পত্তিকে পোশাক, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র প্রদান করা হয়। এছাড়া তাদের আত্মনির্ভরশীল করে তোলার জন্য সংস্থার পক্ষ থেকে দুগ্ধজাত গাভী ও সেলাই মেশিনসহ অন্যান্য সামগ্রীও প্রদান করা হয়।
আমন্ত্রিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলওয়ার হোসেন ও লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে ইসলামিক এইড বাংলাদেশের সহকারী সেক্রেটারি নওশাদ আলী ফরহাদ, সংগঠনের ট্রেজারার আবুল হোসাইন চৌধুরী, লালমনিরহাটের সমাজসেবক নিয়াজ আহমেদ রেজা ও রেনায়েল আলম প্রমুখ।রবিউল হাসান/এআরএ/আরআইপি