দেশজুড়ে

সালিশ করে ফেরার পথে হামলা

সালিশ করে বাড়ি ফেরার পথে যুবলীগ নেতাসহ ৫ ব্যক্তি প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। শনিবার রাতে যশোরের শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কৃষ্ণপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে যুবলীগ নেতা নুর হোসেন (৩৮), তার মা জোবেদা বেগম (৬০), বোন রোজিনা খাতুন (২৬), মামা লক্ষণপুর গ্রামের আবু সাঈদ (৫০) ও পাকশিয়া গ্রামের গোলাম মোস্তফা (৪৬)।নুর হোসেন জাগো নিউজকে জানিয়েছেন, রাত ১১টার দিকে পার্শ্ববর্তী গাতীপাড়া গ্রামের আতিয়ার রহমানের বাড়িতে সালিশ করে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির সামনে পৌঁছালে আতিয়ার লোকজন নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার মা জোবেদা বেগম ও বোন রোজিনা খাতুন উদ্ধার করতে আসলে তারাও হামলার শিকার হন। সংবাদ শুনে মামা আবু সাঈদ গোলাম মোস্তফা ঘটনার মিমাংসা করতে আতিয়ারের বাড়িতে যান। তখন তাদেরও মারপিট করা হয়। এ ঘটনায় আহত ৪ জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নুর হোসেন জানিয়েছেন, তার আপন চাচা রোস্তম আলীর নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। রোস্তম আলীর কন্যা রহিমা খাতুনের গাতীপাড়া গ্রামে বিয়ে হয়। রহিমার সাথে স্বামীর গোলযোগের সালিশ করে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। শার্শার লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি স্থানীয়ভাবে বসে মিমাংসার চেষ্টা করা হচ্ছে।  শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুর রহিম মোল্লা জাগো নিউজকে জানান, এ ব্যাপারে থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  এমজেড/এমএএস/আরআইপি