সাতক্ষীরায় ১০ দাবিতে মানববন্ধন করেছে জেলা নাগরিক কমিটি। সোমবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে, বাইপাস সড়ক মূল নকশা অনুযায়ী বাস্তাবায়ন, রাস্তা সংস্কার, বেতনা, কপোতাক্ষ, মরিচ্চাপ, প্রাণসায়েরর খালসহ সকল খাল পুনঃখনন, সাতক্ষীরায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, রেল লাইন নির্মাণ, শহরে রিকশা-ভ্যান উচ্ছেদ বন্ধ ও জলাবদ্ধতা নিরসনসহ নাগরিকদের সকল সমস্যা সমাধান।
জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচবি আবুল কালাম আজাদ, জাসদ নেতা ওবাদুস সুলতান বাবলু, দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই- এলাহী, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, অ্যাড. ফাইমুল হক কিসলু আলিনুর খান বাবুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরার রাস্তাঘাট চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। কোথায় কোনো রাস্তা ভালো নেই। সাতক্ষীরা এখন ধুলার শহরে পরিণত হয়েছে। বাইপাস সড়ক যদি মূল নকশা অনুযায়ি না হয় তাহলে সাতক্ষীরাবাসীর স্বপ্ন বাস্তবায়ন হবে না।
বক্তরা সরকারের কাছে ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য আহ্বান জানান।আকরামুল ইসলাম/এফএ/জেআইএম